চাঁদপুরে ৫০ মণ জাটকাসহ ৩ জন আটক

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-৩০ ১৫:৫০:১৫


চাঁদপুরের হরিনা ঘাট এলাকা থেকে অবৈধভাবে জাটকা আহরণের সময় ৫০ মণ জাটকাসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার(২৯ মার্চ) রাত ১২টা থেকে মঙ্গলবার (৩০ মার্চ) ভোর ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে ‍আটকরা হলেন, দুলাল মাঝি (৪৫), মতিন হোসেন (৩৯) জাহিদুল ইসলাম (২২)।

অবৈধভাবে জাটকা পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

এরপর সকাল ১০টায় আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিসকাতুল ইসলাম। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তা আশিকুর রহমানের উপস্থিতিতে জব্দকৃত জাটকা এতিমখানা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়।

জাটকা নিধন প্রতিরোধে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আসাদুজ্জামান জানান।

সানবিডি/এনজে