ডিএসইকে লভ্যাংশ প্রেরণের তথ্য দিয়েছে ফার্মা এইড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-৩১ ১৪:৩৩:৫৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইড লভ্যাংশ সংক্রান্ত অভিযোগের রিপোর্ট জমা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এর আগে লভ্যাংশ সংক্রান্ত অভিযোগের রিপোর্ট  পাঠানোর জন্য ডিএসই কোম্পানিটিকে চিঠি পাঠায়। ঘোষিত লভ্যাংশ বিতরণ ডিএসই (লিস্টিং) রেগুলেশন ২০১৫ এর সাথে সম্পর্কযুক্ত।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৪:৩৩/৩১/৩/২০২১