৪ শতাংশ সুদে ঋণ পাচ্ছেন সৃজনশীল নতুন উদ্যোক্তারা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-৩১ ১৪:৩৮:৪০


দীর্ঘ প্রতীক্ষ‍ার পর এবার সৃজনশীল নতুন উদ্যোক্তাদের সহযোগীতার লক্ষ্যে আলোর মুখ দেখল স্টার্ট-আপ তহবিল। বাংলাদেশ ব্যাংক এ লক্ষ্যে নিজস্ব অর্থে ৫০০ কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠনের মাধ্যমে নতুন উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর কার্যক্রম শুরু করেছে। ফলে নতুন উদ্যোক্তাদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার।

এ ব্যাপারে সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ থেকে স্ট্যার্ট-আপ ফান্ড গঠন ও পরিচালনার নীতিমালা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, আপাতত ৫০০ কোটি টাকা দিয়ে স্টার্ট-আপের জন্য গঠিত পুনঃঅর্থায়ন তহবিলের সূচনা হলো। তবে সময়ের চাহিদা অনুযায়ী এ তহবিলের আকার বড় করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের তহবিলের পাশাপাশি প্রতিটি তফসিলি ব্যাংককে নিজস্ব উদ্যোগে স্টার্ট-আপ তহবিল গঠন করতে হবে। ২০২০ সালের পরিচালন মুনাফা থেকে ১ শতাংশ তহবিল স্থানান্তরের মাধ্যমে ব্যাংকগুলো এ তহবিলের সূচনা করবে। ২০২১ সাল পরবর্তী পাঁচ বছর পরিচালন মুনাফা থেকে ১ শতাংশ করে স্টার্ট-আপ তহবিলে সংরক্ষণ করবে ব্যাংকগুলো।

নতুন ও সৃজনশীল উদ্যোক্তারা বিশেষ এ তহবিল থেকে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ পাবেন। পাঁচ বছরের জন্য নেয়া ঋণে এক বছর গ্রেস পিরিয়ড থাকবে। ২১ থেকে ৪৫ বছর বয়সের উদ্যোক্তারা স্টার্ট-আপ তহবিল থেকে ঋণ নিতে পারবেন। একজন উদ্যোক্তা তহবিল থেকে ঋণ নিতে পারবেন সর্বোচ্চ ১ কোটি টাকা। বিশেষ এ তহবিল থেকে ঋণ নিতে কোনো সম্পদ ব্যাংকের কাছে জামানত রাখতে হবে না। উদ্যোক্তার ব্যক্তিগত গ্যারান্টি, শিক্ষাগত যোগ্যতার সনদ অথবা কারিগরি প্রশিক্ষণের সনদ এক্ষেত্রে ঋণের জামানত হিসেবে বিবেচিত হবে।

সানবিডি/এনজে