ডিএসইএক্স সূচকের অবস্থান ৩ মাসের মধ্যে সর্বনিম্নে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-৩১ ১৫:২৬:২৯
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনের লেনদেন শেষ হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ মাসের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে। সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৪.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭৮.১৬ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি ৩ মাস ৭ দিন বা ৬৫ কার্যদিবসের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে। এর আগে ২০২০ সালের ২৪ ডিসেম্বর সূচকটি আজকের চেয়ে নিচে অবস্থান করছিল। অর্থাৎ ওই দিন সূচকটি ৫ হাজার ২১৮ পয়েন্টে অবস্থান করছিল।
আর ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২০৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৯৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১ টির, দর কমেছে ২৫৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮০টির।
ডিএসইতে ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৫২ কোটি ১৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩৮২ কোটি ৫৪ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৮৩.৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৮২.৪৩ পয়েন্টে। সিএসইতে ২২৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬টির দর বেড়েছে, কমেছে ১৬৭টির আর ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৫:২৬/৩১/৩/২০২১