নিয়াজ মাহমুদকে এলআর গ্লোবালের হুমকির ঘটনায় ইআরএফের নিন্দা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-৩১ ১৯:২৪:৫৮
পত্রিকায় সংবাদ প্রকাশ করায় দৈনিক ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার নিয়াজ মাহমুদকে এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ডিজিটাল সিকিউরিটি আইনে মামলার হুমকি দেওয়ায় নিন্দা জানিয়েছে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।
ইআরএফের সভাপতি শারমিন রিনভী ও সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে।
গত রবিবার (২৮ মার্চ) ঢাকা ট্রিবিউনে পাঠানো এক লিগ্যাল নোটিশে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হূমকি দিয়েছে এলআর গ্লোবাল। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইআরএফ।
ইআরএফের বিবৃতিতে বলা হয়েছে, আমরা মনে করি হুমকিটি মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে আক্রমন। আমরা বিশ্বাস করি যেকোন ক্ষুব্ধ ব্যক্তি ও প্রতিষ্ঠান অযৌক্তিক রিপোর্টের বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। কিন্তু কারো বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের যেকোন পদক্ষেপের প্রতিবাদে ইআরএফ বদ্ধ পরিকর। এমনকি দেশের নাগরিক সমাজ, অধিকার গোষ্ঠী, সাংবাদিক সমাজ ও সম্পাদক কাউন্সিল এই আইনের কিছু ধারা পরিবর্তন চায়।
বিবৃতিতে আরও বলা হয়েছে. আমরা আশা করি এলআর গ্লোবাল তাদের ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়টি পূণ:বিবেচনা করবে। অন্যথায় ইআরএফ তার সদস্যর স্বার্থে এলআর গ্লোবালের বিপক্ষে দাড়াঁবে।