হিলিতে ফের কমেছে পেঁয়াজের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-০৩ ১৪:০১:৪৩


আসন্ন পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে পেঁয়াজের আমদানি।এজন্য বন্দরে মাত্র দুদিনের ব্যবধানে কমেছে পেঁয়াজের দাম। স্থানীয় বাজারে নিত্যপণ্যটির দাম কেজিতে ২ থেকে ৩ টাকা কমেছে। দুদিন আগে বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ২০ থেকে ২২ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে ১৯ থেকে ২০ টাকায়। আমদানির এমন ধারা অব্যাহত থাকলে আসন্ন রমজানে পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।

এ ব্যাপারে হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায় রবিউল ইসলাম বলেন, রমজানকে ঘিরে দেশের বাজারে পেঁয়াজের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে আমদানিকারকরা পণ্যটির আমদানি বাড়িয়েছেন। সপ্তাহখানেক আগে ২-৩ ট্রাক করে পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ২০ থেকে ২৫ ট্রাক করে পেঁয়াজ ঢুকছে দেশে। ফলে দেশের বাজারের চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।

সানবিডি/এনজে