৬০ হাজার কোটি ঋণ সহায়তা পাবেন সিএমএসএমইরা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-০৩ ১৪:১৩:৪৩


দেশের কটেজ, মাইক্রো এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য প্রণোদনা প্যাকেজ বিতরণের মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত বর্ধিত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে অর্থনৈতিক সহনশীলতা অর্জনে ২০২৩ সাল নাগাদ এ খাতে ৬০ হাজার কোটি টাকা ঋণসহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

গত বৃহস্পতিবার বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) কর্তৃক আয়োজিত ‘কভিড-পরবর্তী সময়ে টেকসই অর্থনৈতিক উত্তরণের জন্য উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ সুবিধার প্রসার: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অভিজ্ঞতা’ শীর্ষক একটি ভার্চুয়াল সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের।

এ সংলাপ আয়োজনে বিল্ডকে সহায়তা প্রদান করেছে ব্রিটিশ কাউন্সিলের প্রমোটিং নলেজ ফর অ্যাকাউন্টেবল সিস্টেমস (প্রকাশ) প্রোগ্রাম। এতে বিশেষ অতিথি ছিলেন মোংলা মিউনিসিপ্যালিটির মেয়র এসকে আবদুর রহমান।

এই সংলাপে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর তার বক্তব্যে জানান, ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় এসএমইদের জন্য ২ হাজার কোটি টাকা কোল্যাটারাল-মুক্ত ঋণসুবিধা প্রদান করা হয়েছে। এ ঋণ সুবিধাকে যথাসম্ভব কাজে লাগাতে হবে।

সিটি ব্যাংকের লেনো ফিন্যান্সিং মডেলের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এ মডেলে সংক্ষিপ্ত সময়ে ঋণের আবেদন প্রসেস করার জন্য ডিজিটাল টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যা অন্যদেরও অনুসরণ করা প্রয়োজন।

সানবিডি/এনজে