আবুধাবির লটারিতে ২৩ কোটি টাকা জিতলেন এক বাংলাদেশি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-০৪ ১৪:১৩:৫৯


সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত র‍্যাফেল ড্র ‘বিগ টিকিটে’ ১ কোটি দিরহাম (২৩ কোটি টাকারও বেশি) জিতেছেন প্রবাসী বাংলাদেশি শাহেদ আহমেদ মৌলভী ফাইজ।

তিনি আল আইন এলাকার বাসিন্দা এবং একটি গ্যারেজের মালিক। এ র‍্যাফেল ড্র-তে ৫০ লাখ দিরহাম জিতেছেন বাহরাইন থেকে আসা ভারতীয় প্রবাসী রমন মোহন। শনিবার (৩ এপ্রিল) এ ড্র অনুষ্ঠিত হয়।

র‍্যাফেল ড্র জিতে উচ্ছ্বাস প্রকাশ করে মৌলভী ফাইজ বলেন, ‘হ্যাঁ, আমি ১ কোটি দিরহাম জিতেছি। আমি খুশি, এটি আল্লাহর পক্ষ থেকে দান।’

এত বড় অঙ্কের পুরস্কার জয়ের পরেও কোনো ধরনের আনুষ্ঠানিকতা দেখাননি।

মৌলভী ফাইজের বাড়ি বন্দর নগরী চট্টগ্রামে। তিনি ১৫ বছর বয়সে আমিরাতে পাড়ি জমান। এরপর কঠোর পরিশ্রমের পর আল আইনে নিজের গ্যারেজ খুলতে সক্ষম হন।

তিনি বলেন, ‘আমি প্রায় ৪০ বছর ধরে এখানে আছি এবং আল আইনে আমার গ্যারেজ চালাচ্ছি। এটা অনেক পরিশ্রমের কাজ।’

মৌলভী ফাইজ প্রায় তিন দশক ধরে লটারির টিকিট কিনে ভাগ্য পরীক্ষা করে আসছেন। তিনি ১৯৯২ থেকে র‍্যাফেল ড্র-তে অংশ নিচ্ছেন। ইতোপূর্বে যা ‘আবুধাবি ডিউটি ফ্রি র‍্যাফেল ড্র’ হিসেবে পরিচিত ছিল।

ফাইজ বলেন, ‘এই প্রথম আমি জিতেছি এবং টিকিটটি আমি নিজেই কিনেছি। এতে কারও শেয়ার নেই।’

মৌলভী ফাইজ তিন ছেলে ও এক মেয়ের জনক।

তিনি বলেন, ‘আমার মেয়ে বিবাহিতা। আমার ছোট ছেলের বয়স ১৫ বছর এবং আমার অন্য দুই ছেলে পড়াশোনা শেষ করেছে। এখন আমি তাদের ভবিষ্যত নিরাপদ করার চেষ্টা করব।’

দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ফিরব না। আমি আমিরাতে বিনিয়োগ করব। আমি এখন আমার জীবনকে আরও উন্নত করব। পরিবারকে আমার সঙ্গে এখানে নিয়ে আসব।’