ধীরে ধীরে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার মানবে না ইরান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-০৪ ১৪:৩৭:০৪


বহুল আলোচিত পরমাণু ইস্যুতে আলোচনায় বসলে ধীরে ধীরে নিষেধাজ্ঞার প্রত্যাহারের মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।

শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে শনিবার দেশটির সরকারের ওই অবস্থান জানানো হয়।খবর ডেইলি সাবাহর।

এ ব্যাপারে মার্কিন প্রস্তাব প্রত্যাখান করে ইরান বলেছে, আলোচনায় বসতে চাইলে আগেই যুক্তরাষ্ট্রের আরোপিত সব নিষেধাজ্ঞা একসঙ্গে প্রত্যাহার করতে হবে।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা নিয়ে পাশ্চাত্যের সঙ্গে সৃষ্ট অচলাবস্থা কেটে যেতে শুরু করেছে।

তিনি আরও বলেন, পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা টেকনিক্যাল পর্যায়ে প্রবেশ করেছে। এর অর্থ হচ্ছে— প্রাথমিক অচলাবস্থা কেটে গেছে, যা ‘আশার আলো’ দেখাচ্ছে।

সানবিডি/এনজে