ব্লক মার্কেটে লেনদেন ৩১ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-০৪ ১৬:০৮:৫৫


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭টি কোম্পানির সাড়ে ৩১ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৭৪ লাখ ৬২ হাজার ২৯২টি শেয়ার ৪২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩১ কোটি ৬৪ লাখ ৬১ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকার বেক্সিমকো ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকার উত্তরা ব্যাংকের লেনদেন হয়েছে।

এছাড়া আমান কটনের ১৫ লাখ ৩৬ হাজার টাকার, বেক্সিমকোর ৭ লাখ ৫১ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৭ লাখ ৭৫ হাজার টাকার, ডিবিএইচের ৫ লাখ টাকার, ঢাকা ব্যাংকের ৬০ লাখ টাকার, ইস্টার্ন ব্যাংকের ৫ কোটি ১৮ লাখ টাকার, জিবিবি পাওয়ারের ৩ কোটি ৬৩ লাখ ৫৮ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৮ লাখ ৩১ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১ কোটি ১৩ লাখ ২৯ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৭ লাখ ৩৫ হাজার টাকার, লুব-রেফের ৫ লাখ ৭৯ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৩০ লাখ ৯৪ হজার টাকার, ন্যাশনল টিউবসের ১৬ লাখ ৪৮ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১৩ লাখ ৭ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫৭ লাখ ২৪ হাজার টাকার, রেনেটার ২৫ লাখ ৩১ হাজার টাকার, রিংশাইনের ৫ লাখ টাকার, সিঙ্গারের ৬ লাখ ৪২ হাজার টাকার, এসকে ট্রিমসের ১২ লাখ ৫ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৯ লাখ ১০ হাজার টাকার, সোনারগাঁও টেক্সটাইলের ৩৭ লাখ ৬১ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২০ লাখ ১০ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংকের ১৬ লাখ ৫০ হাজার টাকার এবং ওয়াটা কেমিক্যালের ৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৬:০৮/৪/৪/২০২১