মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে ২২ ভারতীয় জওয়ান নিহত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-০৪ ২১:৪০:৪৯
ভারতের ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে ভয়াবহ লড়াইয়ে দেশটির ২২ নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।
এ ব্যাপারে ছত্রিশগড়ের ডিজিপি ডিএম অবস্থী জানিয়েছেন, শনিবার বিজাপুরের তারেম এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নামে যৌথবাহিনী। এতে তাদের সঙ্গে গোলাগুলি শুরু হয়।
আজ রোববার সকালে ছত্তিশগড়ের পুলিশ কর্মকর্তা অশোক জুনেজা বলেন, মাওবাদীবিরোধী অভিযানে নিরাপত্তা সদস্যদের মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩১ জওয়ান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বিজাপুরের পুলিশ সুপার কমলচরণ কাশ্যপের বরাতে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এখন পর্যন্ত ২২ জওয়ানের মৃত্যু হয়েছে।
সানবিডি/এনজে