আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-০৭ ১২:৩৬:৩০
পুঁজিবাজারের তালিকাভুক্ত ২টি কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। কোম্পানি দুটি হলো ব্যাংকখাতের প্রিমিয়ার ব্যাংক ও ফাস্ট ফিন্যান্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড তাদের লেনদেন ৮ এপ্রিল শুরু করে শেষ করবে ১৩ এপ্রিল মঙ্গলবার। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে বুধবার ১৪ এপ্রিল। রেকর্ড ডেটের কারণে ওই দিন কোম্পানির লেনদেনে বন্ধ থাকবে।
অপরদিকে ফার্স্ট ফিন্যান্স লিমিটেডও আগামী ৮ এপ্রিল বৃহস্পতিবার থেকে স্পট মার্কেটে লেনদেন করবে এবং শেষ হবে ১২ এপ্রিল সোমবার।
কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ এপ্রিল মঙ্গলবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন কোম্পানির লেনদেন স্থগিত থাকবে।
রেকর্ড ডেটের পর স্বাভাবিক নিয়মে চলবে কোম্পানি দুটির লেনদেন।