১০ হাজার কোটি টাকা ঋণ পাচ্ছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-০৭ ১৪:২৯:৩২


মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত ছোট ব্যবসায়ীদের স্বল্প সুদে ঋণ দেয়ার একটি উদ্যোগ নেয়া হয়েছিল চলতি বছরের শুরুতে। কথা ছিল ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান (এমএফআই) বা বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) মাধ্যমে ৪ শতাংশ সুদে এ ঋণ দেয়া হবে। এজন্য ১০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণার কথাও বলা হয়।

তবে আর্থিক প্রতিষ্ঠানি বিভাগ এ বিষয়ে অর্থ বিভাগের মতামত চাইলে তারা সাফ জানিয়ে দেয়, বাজেট থেকে এ অর্থ দেয়া সম্ভব না। ফলে অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় প্যাকেজটি বাস্তবায়নের উদ্যোগ। এমন পরিস্থিতিতে গত মাসে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে এ তহবিল গঠনের সিদ্ধান্ত হয়। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্যাকেজের আওতায় ১০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা।

সানবিডি/এনজে