মাগুরায় দ্রব্যমূল্য উর্দ্ধগতি রোধে মোবাইল কোর্ট

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৪-০৭ ১৬:০৯:৪১


মাগুরায় পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে জেলা প্রশাসক বুধবার (৭ এপ্রিল) থেকে জেলার বিভিন্ন উপজেলার হাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও কার্যক্রম শুরু করেছে।

মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্টেটগন কাচাঁবাজার ও বিভিন্ন হাট বাজারে যেয়ে নির্ধারিত মূল্যে সকল মালামাল বিক্রির মূল্য তালিকা প্রকাশ্যে টানিয়ে রাখার জন্য দোকানীদের নিদের্শনা প্রদান করেন।

এ সময় মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট ১০ জন ব্যাবসায়ীকে নির্ধারিত মূল্যে ছাড়া নিয়ম বহিভূত বেচাকেনা করায় মাগুরা শহরের কাচা বাজারের ১০ জন ব্যাবসায়ীকে বিভিন্ন অংকের টাকা জরিমানা আদায় করেন। একইভাবে মাগুরা জেলার মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অমান্যকারী ব্যাবসায়ীদের কাছ থেকে জরিমানা আদায় করেন।