পাংশায় আগুনে পুড়ে গেল ঘরসহ গবাদি পশু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৪-০৭ ১৬:৩৬:২১
রাজবাড়ী পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব বাগদুলী গ্রামে পান বিক্রেতা আনসার বিশ্বাস (৫০) পিতা মৃত জুলমত বিশ্বাসের বাড়িতে আগুন লেগে ঘর সহ দুইটি ছাগল ও একটি গরু পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান মঙ্গলবার দিবাগত রাত ১ টার সময় চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসলে দেখতে পাই আগুন লেগেছে। কিছু বুঝে ওঠার আগেই ততক্ষণে প্রায় পুড়ে শেষ দিনমজুর আনসার বিশ্বাসের পাগল গরু। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।
নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়া দিনমজুর আনসার বিশ্বাস বলেন এই ছাগল গরুই ছিল আমার একমাত্র অবলম্বন। এসব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি আমার আর কিছু রইল না। এলাকাবাসী বলেন সরকার ও সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতা পেলে তদন্ত কিছুটা ঘুরে দাঁড়াতে পারবে পরিবারটি।