ঋণখেলাপিরা এফবিসিসিআইয়ে’র নির্বাচনে প্রার্থী হতে পারবেন না
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-০৭ ১৭:২১:০৩
ঋণখেলাপির জাতীয় নির্বাচনের মতই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআইর) নির্বাচনেও প্রার্থী হতে পারবেন না। আজ বুধবার (৭ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে পাঠানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় এফবিসিসিআইয়ের নির্বাচনে পরিচালক পদের সব প্রার্থীর সিআইবি রিপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ জানিয়েছে।
পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের ২০২১-২০২৩ সাল মেয়াদের নির্বাচন আগামী ৫ মে অনুষ্ঠিত হবে।
এতে উল্লেখ করা হয়েছে, এফবিসিসিআই’র সংবিধির ১৫(সি) ধারা মোতাবেক এফবিসিসিআই নির্বাচনে ঋণখেলাপিদের অংশগ্রহণ নিষিদ্ধ রয়েছে। সে মোতাবেক প্রার্থীদের ঋণখেলাপি সংক্রান্ত তথ্য দিয়ে যাচাই করা প্রয়োজন।
সানবিডি/এনজে