মেঘনা সেতু প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে ২৪৩ কোটি টাকা বরাদ্দ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৪-০৭ ১৮:১৯:৪৪
চাঁদপুর – শরীয়তপুর এবং গজারিয়া-মুন্সিগঞ্জে মেঘনা সেতু করতে চায় সরকার। এই সেতুর সম্ভাব্যতা যাচাই করার জন্য ছয়টি প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। প্রতিষ্ঠানগুলো সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে সরকারকে একটি প্রতিবেদন দিবে।
বুধবার (৭ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত ছিলেন।
বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলো বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার।
ড. শাহিদা আক্তার বলেন, চাঁদপুর-শরীয়তপুর এবং গজারিয়া-মুন্সিগঞ্জে মেঘনা সেতুর সম্ভাব্যতা যাচাই ও মাস্টারপ্ল্যান প্রণয়নে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে স্পেনের টেকনিকা ওয়াই প্রয়েকটস এস.এ, জাপানের নিপ্পন কোই কোম্পানি লিমিটেড, দক্ষিণ কোরিয়ার দোহওয়া ইঞ্জিনিয়ার্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশের ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্ট লিমিটেড, বিসিএল অ্যাসোসিয়েটস এবং ডেভ কনসালট্যান্ট লিমিটেডকে নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা কমিটি। এতে ব্যয় হবে ২৪৩ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ৫৬৩ টাকা।