মিয়ানমারে জান্তা বাহিনীর গুলিতে আরও ৭ বিক্ষোভকারী নিহত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-০৭ ২০:১৭:১০
মিয়ানমারের দুই শহরে দেশটির জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করায় জান্তা বাহিনীর গুলিতে আরও অন্তত সাত জনের মৃত্যু এবং কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
আজ বুধবার (৭ এপ্রিল) দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে একটি চীনা কারখানায় অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীরা এদিন চীনের পতাকাও পুড়িয়েছে।
তবে ক্ষমতাসীন জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং বলেছেন, সিভিল ডিজঅবিডিয়েন্স মুভমেন্ট (সিডিএম) মিয়ানমারকে ধ্বংস করে দিচ্ছে।
দেশটিতে ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকে জান্তা বাহিনীর হাতে ৫৮০র বেশি বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি)।
সানবিডি/এনজে