ঢাকসাসের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৪-০৮ ১০:০৫:৪৯
ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস) ২০২১-২২ সেশনের নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় নবনির্বাচিত সভাপতি বিল্লাল হোসেন সাগর ও সাধারণ সম্পাদক এ জেড ভূঁইয়া আনাসসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন।
করোনা মহামারির কারণে সাংবাদিক সমিতির অফিসে স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিকভাবে কেক কেটে দায়িত্ব গ্রহণ করেন তারা।
এ সময় ঢাকসাসের বিদায়ী সভাপতি মাহমুদুল হাসান বলেন, দীর্ঘ একবছর দায়িত্ব পালনের পর আজ আমাদের বিদায়ের দিন। আমরা দায়িত্ব পালনকালে কোন ভুল করে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ সময় তিনি ঢাকসাসের নতুন কমিটিকে সার্বিক সহযোগিতার আহবান জানান।
এছাড়া সমিতির সদস্যদের উদ্দেশে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ঢাকসাসের সাবেক সহ-সভাপতি কেফায়েত শাকিল।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকসাসের পরবর্তী ছয় মাসের জন্য দায়িত্ব পালন করতে যাওয়া সভাপতি নাজমুস সাকিব, সহ-সভাপতি আবদুর রহিম, অর্থ সম্পাদক আব্দুল হাকিম, দপ্তর সম্পাদক রাকিবুল হাসান তামিমসহ সাংবাদিক সমিতির সাধারণ সদস্যবৃন্দ।
গত ১১ মার্চ ঢাকা কলেজ সাংবাদিক সাংবাদিক সমিতির ২০২১-২২ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে দুইজন প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। এ কারণে সকলের পরামর্শক্রমে নির্বাচন কমিশন উভয় প্রার্থীকে ছয় মাস করে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নেয়।