হবিগঞ্জে তেল শোধনাগারে আগুন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৪-০৮ ১০:৪৯:৪৯


হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডে কনডেনসেট প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বাহুবল উপজেলার ওই প্লান্টে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে অল্পের জন্য বড় ধরনের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পেয়েছে গুরুত্বপূর্ণ এ স্থাপনা।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মূহূর্তেই লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের বিকট শব্দে আতঙ্কগ্রস্ত আশ-পাশের বাড়ি-ঘরের হাজার নারী-পুরুষ রাস্তায় বেরিয়ে আসেন।

খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এর আগে কর্তৃপক্ষের নিজস্ব অগ্নিনির্বাপন ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

রশিদপুর গ্যাস ফিল্ডে কনডেনসেট প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টের জেনারেল ম্যানেজার রওনকুল ইসলাম বলেন, ‘কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা বলা যাচ্ছে না। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত রিপোর্টের পরই সবকিছু জানা যাবে।’

হবিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শিমুল মো. রাফি বলেন, ‘খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস থেকে ২টিসহ শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের ৬টি ইউনিট একযোগে কাজ করে। প্রায় দেড়ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে বার্নফিড থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি।’

খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার। তিনি জানান, তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না। মূলত শোধনাগারের বর্জ্যরে মধ্যে আগুন জ্বলছিল। তবে ফায়ার সার্ভিসের দক্ষতার কারনে বড় ধরণের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।