লেনদেনের শীর্ষাবস্থানে বেক্সিমকো

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-০৮ ১৪:০৬:৫৮


পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) এ সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে শীর্ষস্থানে উঠে এসেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ তাদের মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৮ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার কোটি টাকা। কোম্পানিটি ৫২ লাখ ৫৬ হাজার ৭২৯টি শেয়ার লেনদেন করেছে। সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৭২ টাকা ৭০ পয়সা।

এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির ৬৪ লাখ ৯১ হাজার ৭৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯ কোটি ৯৬ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৬ টাকা ১০ পয়সা।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেএশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড । কোম্পানিটির ৩১ লাখ ৩৪ হাজার ২৬৯টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ২০ কোটি ১০ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৩.৩০ টাকা।

শেয়ার লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনারবাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস লিমিটেড।