মিয়ানমারে সেনাদের গুলিতে আরও ১১ বিক্ষোভকারী নিহত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-০৮ ২০:০৪:৫১
মিয়ানমারের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার রয়টার্স জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তেইজ শহরে নিরাপত্তা বাহিনী ছয় ট্রাকভর্তি সেনা সদস্য নিয়ে অভিযান চালায়। এসময় বিক্ষোভকারীরা শিকার করার বন্দুক, ছুরি ও পেট্রল বোমা নিয়ে সেনাদের মুখোমুখি হন। পরে সেখানে আরও ৫ ট্রাকভর্তি সেনা জড়ো হয়। এ সময় সংঘর্ষে ১১ বিক্ষোভকারী নিহত ও আরও ২০ বিক্ষোভকারী আহত হয়েছেন।
তবে এ সংঘর্ষে কোনো সেনা সদস্য হতাহত হয়েছে কিনা সে খবর পাওয়া যায়নি। এ নিয়ে জান্তা সরকারের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।
চলতি সপ্তাহে কয়েকশ’ ব্যক্তির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে জান্তা সরকার। এর মধ্যে রয়েছে, শিল্পী, গায়ক ও বিনোদন জগতের ব্যক্তিত্ব।
খবরে বলা হয়েছে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নেত্রী অং সান সু চির ক্ষমতাসীন দলতে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক জান্তা। এরপর থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হলে এ পর্যন্ত ৬০০ জনের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে।
সানবিডি/এনজে