বাংলাদেশ সেনাবাহিনীকে ভারতীয় সেনাপ্রধানের ১ লাখ টিকা উপহার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-০৮ ২০:৪৪:২৮
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বন্ধুত্ব ও সম্প্রীতির শুভেচ্ছা হিসেবে সেনাবাহিনীর জন্য বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের হাতে এক লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা তুলে দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সেনা সদর দফতরে সৌজন্য সাক্ষাতের পর তিনি টিকা হস্তান্তর করেন।
এ সাক্ষাৎকালে তারা পারস্পারিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এই আলোচনায় বর্ডার রোড অর্গানাইজেশন বাস্তবায়ন, সেনা বৈমানিকদের প্রশিক্ষণ, প্রতিরক্ষাবিষয়ক বিশেষজ্ঞ এবং প্রশিক্ষক বিনিময়, পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সানবিডি/এনজে