জনগণকে সতর্ক করলেন কিম
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-০৯ ২০:৩২:২১
উত্তর কোরিয়ার জনগণকে কঠিন সংকটের জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উন। বেশ কিছুদিন ধরেই বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা সতর্ক করছিল যে উত্তর কোরিয়া গুরুতর খাদ্য ঘাটতি ও অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে পড়তে যাচ্ছে। এবার দেশটির নেতার কাছ থেকেই সংকটের কথা জানানো হলো। খবর বিবিসির।
বৃহস্পতিবার এক দলীয় সম্মেলনে বক্তব্য দেয়ার সময় কিম এই পরিস্থিতিকে এমনভাবে তুলে ধরেছেন যাকে ১৯৯০ এর দশকের দুর্ভিক্ষের অবস্থার সঙ্গে তুলনা করা যায়।
জনগণকে কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিতে আরেকটি ‘কষ্টসাধ্য পদযাত্রা’ পরিচালনার জন্য দলীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান কিম।