বগুড়ায় আগুনে পুড়ে গেল ৩ হাজার মুরগি

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৪-১০ ১২:০০:৫৮


বগুড়ার শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার একটি মুরগির খামারে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন হাজার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৯ এপ্রিল) রাতে পৌর এলাকার দহিলা গ্রামের মুনছুর রহমানের মুরগির খামারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুনছুর রহমান বলেন, আগুনে আমার মুরগির খামারের ৪টি শেড ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ওই চারটি শেডে ৩ হাজার মুরগি ছিল।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনেছি।