পুঁজিবাজারে এ সপ্তাহে আধিপত্য ছিল বিমার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১০ ১২:৪৩:০৫
বিদায়ী সাপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে ছিল বিমা খাত। শীর্ষ দশের মধ্যে বিমা কোম্পানিই রয়েছে নয়টি। গত সপ্তাহ জুড়ে কোম্পানির দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত সপ্তাহে দেশ জেনারেল কোম্পানির শেয়ার দর বেড়েছে ৩৯ দশমিক ৬৮ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪০ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন আট কোটি নয় লাখ ৫৭ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪ টাকা ৫০ পয়সা।
এ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ৩৪ দশমিক ১৯ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ২৭ কোটি ২৪ লাখ সাত হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন পাঁচ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ৪০০ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৯ টাকা ৩০ পয়সা।
ওই তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ৩২ দশমিক ২৯ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৬৭ কোটি ১১ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন ১৩ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৮০০ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৮ টাকা।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ কোম্পানির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২১.৩২ শতাংশ, নর্দার্ণ ইসলামি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০.৯২ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০.৮৮ শতাংশ, আরএকে সিরামিকস (বিডি) লিমিটেডের ১৮.৯৪ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের ১৮.৭২ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৭.৯৯ শতাংশ এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৭.৭০ শতাংশ।