চীনের সীমিত ব্যবহারে কমেছে তামার দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১১ ১৪:১০:০৪
বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভোক্তা দেশ চীন তামার ব্যবহার সীমিত করায় প্রভাব পড়েছে শিল্প ধাতুটির দামে। সম্প্রতি চীনের মূল্যস্ফীতির তথ্য-উপাত্ত প্রকাশ হওয়ার পর তামার বাজারে এর প্রভাব নিয়ে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ফলে এরই মধ্যে তামার দাম কমে গেছে বিশ্ববাজারে। যদিও এক সপ্তাহ আগে ধাতুপণ্যটির দাম বেড়েছিল। তবে চলতি সপ্তাহে এসে ফের কমেছে তামার দাম। চীনের তামার ব্যবহার কিছুটা কমানোর পরিকল্পনায় সর্বশেষ এ দরপতন ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স।
সর্বশেষ লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার দাম কমেছে ১ শতাংশ। আর টনপ্রতি পণ্যটির দাম কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৯১৯ ডলারে। যদিও লন্ডন মেটাল এক্সচেঞ্জে এক সপ্তাহ আগে চলতি মাসে প্রথম ১ দশমিক ৫ শতাংশ বাড়ে তামার দাম। তবে চীনে তামার ব্যবহার আগের তুলনায় কিছুটা সীমিত করার পরিকল্পনায় শুক্রবার সর্বশেষ কমেছে শিল্প ধাতুটির দাম।
সানবিডি/এনজে