করোনা মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে ২০০ কোটি ডলার সহায়তা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১১ ১৪:২৩:৩৪


মহামারি করোনার ছোবলে বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তুলতে লড়াই করছে পুরো বিশ্ব। এক্ষেত্রে অর্থনীতি  পুনরুদ্ধারের প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করা হচ্ছে টিকাদান কার্যক্রমকে। তবে উন্নতদেশগুলো দ্রুত টিকার সরবরাহ পেলেও পিছিয়ে আছে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলো। মহামারীর শুরুর পর থেকে এ দেশগুলোর সহায়তায় এগিয়ে এসেছে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো। এবার উন্নয়নশীল দেশগুলোর টিকাদান কার্যক্রম এগিয়ে নিতে ২০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক এ দাতাগোষ্ঠী চলতি মাসের শেষ নাগাদ প্রায় ৪০টি উন্নয়নশীল দেশে এ অর্থায়ন দেবে। বিশ্বব্যাংকের অপারেশনস বিভাগের ব্যবস্থাপনা পরিচালক অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।

এ ব্যাপারে বিশ্বব্যাংকের এক ফোরামে ভ্যান ট্রটসেনবার্গ জানিয়েছেন, বিশ্বব্যাংক স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোয় কভিড-১৯ টিকা উন্নয়ন, বিতরণ ও উৎপাদনের জন্য সামগ্রিকভাবে ১ হাজার ২০০ কোটি ডলার তহবিল সরবরাহ করছে। এ তহবিল থেকেই উন্নয়নশীল দেশগুলোর জন্য ২০০ কোটি ডলার সহায়তা দেয়া হবে।

সানবিডি/এনজে