জয়পুরহাটে ধর্ষনের অভিযোগে আটক ১

জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০৪-১১ ১৪:৫৭:০৯


জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিষ্ণপুর গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে ইমরান হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান, গেল ৫এপ্রিল বিকেলে আক্কেলপুর উপজেলার বিষ্ণপুর গ্রামের বাবু হোসেনের ছেলে ইমরান(২৭) একই এলাকার পঞ্চম শ্রেণিতে পড়া এক শিক্ষার্থীকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়।

এরপর শিশুটিকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে কয়েক দিন ধরে পাষবিক নির্যাতন চালিয়ে ধর্ষন করে। এ ঘটনায় শনিবার বিকেলে শিশুটির মা বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা করেন। পরে পুলিশ রাতেই ইমরানের বাড়ির নির্জন ঘর থেকে শিশুটিকে উদ্ধার ও ইমরানকে গ্রেপ্তার করে। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।