গার্মেন্টসহ সব শিল্প কারখানা খোলা রাখার সিদ্ধান্ত

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৪-১১ ১৮:৫৫:৫৩


মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে লকডাউনে চলাকালেও পোশাক কারখানাসহ সব শিল্প কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ শিল্প মালিকদের এ বিষয়ে আশ্বাস দিয়েছে।

আজ রোববার (১১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক হয়েছে শিল্প মালিকদের। বৈঠকে এই সিদ্ধান্ত এসেছে বলে  নিশ্চিত করেছেন বিজিএমইএ’র নব নির্বাচিত সভাপতি ফারুক হাসান।

এ ব্যাপারে ফারুক হাসান বলেন, ‘আগামী ১৪ এপ্রিল থেকে সরকার কঠোর লকডাউনে যাচ্ছে। আমরা বলেছি শ্রমিকদের গড় বয়স ২৩.৯ বছর। এ বয়সীদের করোনা আক্রান্তের হার .০৩ শতাংশ। এ কারণে শ্রমিকরা কম আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারকে এটি বুঝিয়েছি। এছাড়া ১৪ তারিখ থেকে গণপরিবহন বন্ধ থাকবে। কারখানা ছুটি দিলে শ্রমিকরা ভোগান্তিতে পড়বে।

এছাড়া কারখানার পরিবেশ শ্রমিকদের বাসায় চেয়ে উন্নত। শ্রমিকদের ৯০ শতাংশ কারখনার আশেপাশে থাকে। ফলে তারা গণপরিবহনেও যাতায়ত করবে না। সরকারকে এটি বোঝানোয় সরকার সম্মত হয়েছে। তাই পোশাকসহ সব শিল্প কারখানা লকডাউনে চালু থাকবে। কমার্সিয়াল ভিহেকেলও চালু থাকবে।

সানবিডি/এনজে