লেনদেনের সময়সীমা বাড়ছে ৩০ মিনিট

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৪-১১ ১৯:৫৩:০২


আগামীকাল সোমবার থেকে পুঁজিবাজারের লেনদেনের সময়সীমা ৩০ মিনিট বাড়ছে। ব্যাংকের সাথে মিল রেখে এই সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইস)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ সানবিডিকে বলেন, বাংকগুলোর সাথে মিল রেখে পুঁজিবাজারেও লেনদেনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামীকাল থেকে লেনদেনের সময়সীমা ৩০ মিনিট বাড়াবে।

প্রসঙ্গত, আগামী ১২ এপ্রিল সোমবার এবং ১৩ এপ্রিল মঙ্গলবার দুইদিন ব্যাংকের লেনদেনের সময়সীমা আরও আধা ঘন্টা বাড়িয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এরই আলোকে পুঁজিবাজারে লেনদেনের সময়সীমাও আধা ঘন্টা বাড়ছে অর্থাৎ সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন চলবে।

আগামী দুইদিন আধা ঘন্টা লেনদেন বাড়ালেও যথারীতি প্রি-ওপেনিং বন্ধ থাকছে এবং ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর