দুই সপ্তাহ ধরে বেড়েছে পাম অয়েলের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১২ ১৪:০৫:১৫
আবারও বেড়েছে মালয়েশিয়ার পাম অয়েলের দাম।এর ফলে পরপর দুই সপ্তাহ দাম বেড়েছে ভোজ্যতেলটির। ভোজ্যপণ্যটির বৈশ্বিক সরবরাহ কমে যাওয়া এবং বিপরীতে চীনে পাম অয়েলের প্রচণ্ড চাহিদা এর মূল্যে প্রভাব ফেলেছে। চলমান বাজারের পাশাপাশি ভোজ্যপণ্যটির ভবিষ্যৎ সরবরাহ মূল্যও বেড়েছে। খবর রয়টার্স।
বর্তমানে বিশ্বে পাম ওয়েল আমদানিতে ভারতের পরই দ্বিতীয় অবস্থান চীনের।করোনা মহামারীর স্থবিরতা কাটিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি পুনরুদ্ধারের লক্ষ্যে প্রচেষ্টা চালাচ্ছে দেশটি। ফলে তেলের অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে চীনে। তারই অংশ হিসেবে সম্প্রতি মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানি বাড়িয়েছে দেশটি। মাত্র দুই সপ্তাহ আগে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে পাম অয়েলের জুনে সরবরাহ মূল্য দশমিক ৬১ শতাংশ হারে ২৩ রিঙ্গিত কমে। ভোজ্যপণ্যটির মূল্য সর্বশেষ টনপ্রতি ৩ হাজার ৭৬৮ রিঙ্গিতে (৯১১ ডলার ৬৯ সেন্ট) স্থির হয়। সেখান থেকে গত সপ্তাহে ২ শতাংশেরও কিছুটা বাড়ে। অন্যদিকে চলতি সপ্তাহে ভোজ্যতেলটির ভবিষ্যৎ সরবরাহ মূল্য বাড়ে দশমিক ৮ শতাংশ।
সানবিডি/এনজে