পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৪-১২ ২০:৩৮:১৭


বেসরকারি বাণিজ্যিক পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন শফিউল আলম খান চৌধুরী ।

সোমবার (১২ এপ্রিল) পূবালী ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন শফিউল আলম।

তিনি ঢাকা বিশ্বদ্যিালয়ের সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী শফিউল ১৯৮৩ সালে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে শিক্ষানবীশ সিনিয়র অফিসার হিসেবে পূবালী ব্যাংকে যোগদান করেন।

শফিউল চৌধুরী প্রধান কার্যালয়ের ক্রেডিট কমিটির প্রধান, বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপক, কর্পোরেট শাখা প্রধান, ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান, উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি দেশে বিদেশে ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। শফিউল আলম খান চৌধুরী নেত্রকোণা জেলার গোবিন্দশ্রী গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তার পিতা মরহুম ফয়েজুর রহমান খান চৌধুরী ও মাতা খালেদা আক্তার খাতুন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।