পাঞ্জাবের বিপক্ষে হারল মুস্তাফিজের রাজস্থান
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৩ ০৯:২২:১৭
এবারের আইপিএল যাত্রাটা ভালো হলো না মোস্তাফিজুর রহমানের। বোলিংয়ে ওভারপ্রতি রান বিলিয়েছেন ১১’র বেশি। দুইশর বেশি রান তুললেও জিততে পারেনি তার দল রাজস্থান রয়্যালসও। আইপিএলে হাড্ডাহাড্ডি লড়াই শেষে নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ রানে হেরেছে রাজস্থান।
প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২২১ রান করে পাঞ্জাব। জবাবে, সাঞ্জু স্যামসনের সেঞ্চুরিতেও জয়ের দেখা পায়নি রাজস্থান। ৭ উইকেট হারিয়ে ২১৭ রান করে রাজস্থান।
সোমবার (১২ এপ্রিল) টস জিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্যামসন। কিন্তু, অধিনায়কের মান রাখতে পারেননি তার বোলাররা। মায়াঙ্ক আগারওয়াল আউট হলেও, গেইল-রাহুলের ব্যাটে বড় রানের দিকে ছুটতে থাকে পাঞ্জাব।
পরে দিপক হুদার ঝড়ো ফিফটি এবং লোকেশের ৯১ রানে ভর করে ২২১ রানের পুঁজি পায় প্রীতি জিনতার দল। জবাব দিতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি রয়্যালসের। প্রথম ওভারেই ফিরে যান স্টোকস। দাঁড়াতে পারেননি মানান ভোহরা, বাটলার কেউই। তবে, এক পাশে দৃঢ়তার প্রতীক হয়ে ছিলেন সাঞ্জু স্যামসন। একা হাতেই ম্যাচটাকে নিজেদের দিকে নিয়ে আসেন তিনি। কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় আর পারেনি রাজস্থান। হেরে যায় ৪ রানে। সাঞ্জু ৬৩ বলে ১১৯ রানের ইনিংস উপহার দেন।
মুস্তাফিজ ৪ ওভারে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।