পণ্য পরিবহন ও বিপণনে সহায়তার জন্য কন্ট্রোল সেল চালু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৪-১৩ ১৬:২৭:০৩


বাণিজ্য মন্ত্রণালয় নিত্যপণ্য উৎপাদন, আমদানি, পরিবহন ও বিপণনে কোনো সমস্যা হলে সহযোগিতার জন্য কন্ট্রোল সেল চালু করেছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আব্দুল লতিফ বকসীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নিত্যপণ্য উৎপাদন, আমদানি, পরিবহন ও বিপণনে কোনো সমস্যা হলে সহযোগিতার জন্য কন্ট্রোল সেল খোলা হয়েছে। এ সংক্রান্ত সমস্যায় বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল সেলের নম্বর ০১৭১২১৬৮৯১৭, ০১৭৩৮১৯৫১০৬, ০১৭৫৬১৭৩৫৬০ এ যোগাযোগ করতে বলা হলো।

এর আগে করোনা সংক্রমণ সামাল দিতে ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সব ধরনের অফিস ও গণপরিবহন চলাচল বন্ধের পাশাপাশি বাজার-মার্কেট, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবার ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না বলে প্রজ্ঞাপনে জানানো হয়।