কন্ট্রোল সেল চালু করেছে বাণিজ্য মন্ত্রণালয়

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৩ ২১:২৫:১৯


মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি এবং পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপণ্য উৎপাদন, আমদানি, পরিবহন ও বিপণন বিষয়ে সেবা দিতে কন্ট্রোল সেল চালু করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্যপণ্য উৎপাদন, আমদানি, পরিবহন ও বিপণনে কোনো সমস্যা হলে সহযোগিতার জন্য ০১৭১২১৬৮৯১৭, ০১৭৩৮১৯৫১০৬, ০১৭৫৬১৭৩৫৬০ নম্বরে ফোন করে সহযোগিতা পাওয়া যাবে।

সানবিডি/এনজে