বুয়েটে ভর্তি আবেদন শুরু
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আপডেট: ২০২১-০৪-১৫ ১৩:৪৩:১৫
আজ থকে শুরু হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন। অনলাইনে এ আবেদন প্রক্রিয়া চলবে ২৪ এপ্রিল পর্যন্ত।
এবার দুই ধাপে ভর্তি পরীক্ষা হবে ৩১ মে ও ১ জুন। ৫ জুন মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। আগামী ১০ জুন মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারির কারণে জেএসসি ও এসএসসির গড় ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার মূল্যায়ন করায় ভর্তির পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। যোগ্যদের বাছাই করতে দুই ধাপে পরীক্ষা নেওয়া হবে।
এবার মোট আসন সংখ্যা এক হাজার ২১৫। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে তা অনলাইনে সাবমিট করতে হবে।