দর বৃদ্ধির শীর্ষে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৫ ১৩:৫৩:৪৮


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটি ২৯৯ বারে ৯ লাখ ৮৯ হাজার ৬৩১ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সিএপিএম বিডিবিএল ইসলামিকি ফান্ড ওয়ানের ইউনিট বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। ফান্ডটি ৩৮১ বারে ১৫ লাখ ৪০ হাজার ৮১৮ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। ফান্ডটি ৩৬২ বারে ১২ লাখ ৭৬ হাজার ৭৩৮ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লংকাবাংলা ফাইন্যান্সের ৯ দশমিক ৮৪ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৮৩ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৮০ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৯ দশমিক ৭৪ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৭৪ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৬১ শতাংশ ও মাইডাস ফাইন্যান্সিংয়ের শেয়ার দর ৯ দশমিক ৬১ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৩:৫৩/১৫/৪/২০২১