প্রথম এসএমই কোম্পানির অনুমোদন বিএসইসির
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৪-১৬ ১৪:৫৪:৫৭
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) প্রথম এসএমই কোম্পানি অনুমোদন দিয়েছে। আজ বিএসইসির ৭৭০তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। এসএমই খাতের কোম্পানিকে তালিকাভুক্তির সুযোগ দিতে ২০১৬ সালের অক্টোবরে কিউআইও বিধান করার সাড়ে চার বছর পর প্রথম কোনো কোম্পানি এ অনুমোদন পেতে যাচ্ছে। এটাই হবে স্বল্প মূলধনি কোম্পানির বোর্ডের প্রথম কোম্পানি।
বিএসইসির সূত্র মতে, নিয়ালকো অ্যালয় ১০ টাকা মূল্যে ৭৫ লাখ শেয়ার ইস্যু করে সাড়ে ৭ কোটি টাকা মুলধন সংগ্রহ করবে।ব্যক্তি শ্রেণির দেশি বা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাদের পুঁজিবাজারে অন্তত এক কোটি টাকার বিনিয়োগ রয়েছে, কেবল তারাই কিউআইও প্রক্রিয়ায় নিয়ালকো অ্যালয়ের শেয়ার কেনার সুযোগ পাবেন।
কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণের জন্য ভূমি উন্নয়ন ও যন্ত্রপাতি কেনায় খরচ করবে।
কোয়ালিফায়েড ইনভেস্টরস অফার বা কিআইও হলো- স্বল্প মূলধনি কোম্পানির (যার পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার কম) প্রাথমিক শেয়ার বিক্রির প্রক্রিয়া। ৩০ কোটি টাকার বেশি মূলধনি কোম্পানির প্রাথমিক শেয়ার বিক্রির প্রক্রিয়ার সংক্ষিপ্ত নাম আইপিও। কিআইও প্রক্রিয়ায় সবাই শেয়ার কেনার সুযোগ পাবেন না।
প্রকৌশল খাতের নিয়ালকো অ্যালয় উচ্চ মানসম্পন্ন ব্রোঞ্জ, গান মেটাল, ফসফরাস ব্রোঞ্জ, লেডেড ব্রোঞ্জ, অ্যালুমিনাম ব্রোঞ্জ, ম্যাঙ্গানিজ ব্রোঞ্জ, হাই টেনসিল ব্রোঞ্জ, মাস্টার অ্যালয় ইত্যাদি পণ্য প্রস্তুত করে। বর্তমানে এ কোম্পানির পরিশোধিত মূলধন ২১ কোটি টাকা।
গত ৩০ সেপ্টেম্বর ২০২০ সমাপ্ত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯১ পয়সা এবং সম্পদ পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ছিল ১২ টাকা ৪০ পয়সা। কিউআইও অনুমোদনের ক্ষেত্রে নিয়ালকো অ্যালয়কে তালিকাভুক্তির পর অন্তত তিন বছর লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার না দেওয়ার শর্ত দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর