খুলনায় করোনায় একদিনে তিন জনের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৪-১৫ ১৫:০১:২২
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে একদিনে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন বাগেরহাট সদরের সাহাপাড়া এলাকার সমীর সাহা (৬০), ফকিরহাট উপজেলার রফিকুল ইসলাম (৩২) ও যশোর সদর উপজেলার গোলাম সরোয়ার মোল্লা (৬৫)।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার রাত সোয়া ১১টার দিকে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সমীর সাহার (৬০) মৃত্যু হয়। ১২ এপ্রিল তিনি হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।
অপরদিকে বিকেল সোয়া ৩টার দিকে ফকিরহাট উপজেলার মানশা এলাকার আব্দুল লতিফ হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম (৩২) করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গোলাম সরোয়ার মোল্লা (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়। তিনি যশোর সদরের ঘোপ রহিমপুর এলাকার মো. আজগর আলী মোল্লার ছেলে। তিনি ৯ এপ্রিল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।