ব্যাংকিং চ্যানেলে ওয়েবিনার ফি পাঠানোর সময় বাড়ল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৫ ১৭:৫৬:১৭
করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবে ওয়েবিনার ফি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানোর সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। অনুমোদিত ডিলার ব্যাংকগুলো ওয়েবিনার ফির অর্থ ২০২১ সালের ৩১ ডিসম্বর পর্যন্ত বিদেশে পাঠাতে পারবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সংশোধিত সময় অনুযায়ী ভার্চুয়াল মিটিং পরিচালনার ক্ষেত্রে ওয়েবিনার ফি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পাঠানো যাবে। এর আগে গত বছরে আগস্ট মাসে ওয়েবিনার ফি বাবদ অর্থ বিদেশে পাঠানোর সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক। ওই সার্কুলারে বলা হয়- ওয়েবিনার ফি ২০২১ সালের মার্চ ৩১ পর্যন্ত বিদেশে পাঠাতে পারবে।
সার্কুলার অনুযায়ী, প্রেরণকারী সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তার নামে ভার্চুয়াল কার্ড কিংবা ওয়ান টাইম কার্ড ইস্যূ করেও এ জাতীয় ফি পাঠানো যাবে। রেমিট্যান্স পাঠানোর আগে অনুমোদিত ডিলার ব্যাংককে ফি পরিশোধ সম্পর্কিত ইনভয়েস এবং করাদি পরিশোধ ডকুমেন্ট গ্রহণ করতে হবে। এসব নির্দেশনা অনুসরণের জন্য নতুন সার্কুলারেও বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, চলমান অবস্থার পরিপ্রেক্ষিতে ভার্চুয়াল মিটিং পরিচালনার সুবিধার্থে ওয়েবিনার ফি প্রেরণের সময় ডিসেম্বর ৩১ পর্যন্ত বাড়ানো হয়েছে।