ডিমলায় ভূপেন্দ্রর দায়িত্ব নিলেন ইউএনও জয়শ্রী রায়
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৪-১৫ ২০:২৪:০০
মেডিকেলে ভর্তির চান্স পাওয়া হতদরিদ্র ভূপেন্দ্র অধিকারীর দায়িত্ব নিলেন ডিমলা উপজেলার ইউএনও শ্রী জয়শ্রী রানী রায়।
আজ বৃহস্পতিবার সকালে ডিমলা উপজেলার ইউএনও অফিসে ভূপেন্দ্র অধিকারীর হাতে ২০,০০০ হাজার টাকার চেক তুলে দিয়ে এই হতদরিদ্র মেধাবী ছাত্রের দায়িত্ব নেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলার ইউএনওর একান্ত সচিব , চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভূপেন্দ্র অধিকারীর বাবা শ্রীমতিলাল অধিকারী।
মেধাবী ভূপেন্দ্র অধিকারীর হাতে টাকা তুলে দিয়ে ইউএনও জয়শ্রী রায় বলেন, শেখ হাসিনা সরকার প্রতিটি মেধাবী গরীব অসহায় ছাত্র ছাত্রীর পাশে আছেন এবং চিরকাল থাকবেন।
এদিকে ভূপেন্দ্র অধিকারীর বাবা বলেন শেখের বেটিক কি কয়া যে ধন্যবাদ জানাইম, মুই ভাষা খুঁজে পাওছো না বলে কান্নায় ভেঙ্গে পড়ে তিনি।
ভূপেন্দ্র অধিকারী নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া চাপানী গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান, সে সাত ভাইবোনের মধ্যে সবার ছোট।
ভূপেন্দ্র ২০১৮ সালে চাপানি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে ,পরে রংপুর সরকারী কলেজ থেকে ২০২০ সালে এইচএসসি পাস করে এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চান্স পায় ( বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ) কিন্তু টাকার অভাবে এত দিন ভর্তি হতে পারেনি ভূপেন্দ্র অধিকারী।
সানবিডি/এনজে