যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত আট, আহত অনেক
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৪-১৬ ১৪:২১:৫৮
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সবচেয়ে জনবহুল শহর ইন্ডিয়ানাপোলিসে বন্দুকধারীর হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক পণ্য ডেলিভারি প্রতিষ্ঠান ফেড-এক্সের একটি স্থাপনায় এ হামলা হয় বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ।
শুক্রবার (১৬ এপ্রিল) সকালে পুলিশের মুখপাত্র জেন কুক জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি বলেন, বন্দুকধারী নিজেই নিজের প্রাণ নিয়েছে বলে বিশ্বাস করে পুলিশ। বর্তমানে ওই এলাকায় কোনও হুমকি নেই। হামলাকারীর উদ্দেশ্য এখনও নিশ্চিত নয়।