নির্বাচনে অবৈধ হস্তক্ষেপ:১০ রুশ কূটনীতিককে বহিস্কার করলেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৬ ১৩:৫৯:৩৯
২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধ হস্তক্ষেপ এবং সাইবার হামলা পরিচালনার অভিযোগে রাশিয়ার ১০ জন কূটনীতিককে বহিস্কার এবং ৩০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
গত মার্চে পাওয়া গোয়েন্দা প্রতিবেদনে জানা যায়, ২০১৬ সালের মতো ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলেও প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়েছে ক্রেমলিন। মূলত এরপর থেকেই রাশিয়ার প্রতি বাইডেন প্রশাসনের নীতি আরো কঠোর দিকে যেতে থাকে।
এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না। তিনি আরও জানান, রাশিয়ার বেশ কয়েকজন কর্মকর্তাকে তাঁদের কৃতকর্মের ফলস্বরূপ বহিষ্কারসহ কয়েকটি পদক্ষেপের অনুমোদন দিয়েছি।
নির্বাহী আদেশের পর বাইডেন জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোনে জানিয়েছেন, তিনি (বাইডেন) এর চেয়ে আরও বেশি পদক্ষেপ নিতে পারতেন। কিন্তু তিনি চান না ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা বাড়ুক।
এদিকে, সম্প্রতি ইউক্রেন সীমান্তে সামরিক উপস্থিতি বাড়িয়ে যুক্তরাষ্ট্র ও এর মিত্র ন্যাটোভুক্ত দেশগুলোর বিরুদ্ধে নিজের শক্তি জানান দিয়ে আসছে রাশিয়া। গত মঙ্গলবার (১৩ এপ্রিল) পুতিনের সাথে ফোনালাপে দুই দেশের মধ্যকার চলমান সমস্যাগুলো সমাধানে তৃতীয় একটি দেশে বসে আলোচনার প্রস্তাব দেন বাইডেন।
দুইদেশের মধ্যে কোন আলোচনা হবে কিনা সে বিষয়ে স্পষ্ট জানা না গেলেও এই নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার শীতল সম্পর্ক আরো খারাপ দিকে মোড় নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।