পাকিস্তানে সংখ্যালঘু নারীদের পাচার করা হচ্ছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৬ ১৫:৪৭:১০


বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে পাকিস্তানেরও মানবাধিকার লঙ্ঘন, বাক স্বাধীনতা, সংখ্যালঘুদের সঙ্গে আচরণ, জঙ্গীবাদসহ বেশ কিছু ইস্যু উঠে এসেছে।

পাকিস্তান বিষয়ক অধ্যায়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘সংঘাতের হুমকি, অকারণ গ্রেপ্তার, সাংবাদিক নীপিড়ন, অপরাধী তকমাদেওয়ার আইন ও সামাজিক যোগাযোগমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে।’

এই প্রতিবেদনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো পাকিস্তানে নারীর অবস্থান। এতে বলা হয়েছে পাকিস্তানে নিয়মিতই নারীর অধিকার লঙ্ঘন হচ্ছে। প্রচুর নারী নীপিড়নের কারণে স্থানচুত্যও হচ্ছেন।

এই প্রতিবেদনে নারী পাচারের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

এই পাচারের শিকার বেশি হচ্ছেন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা। এছাড়াও সমকামী ও রুপান্তরকামীরাও নানান নীপিড়নের শিকার হচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘কখনও কখনও খ্রিস্টান. আহমেদিয়া, হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘুরা মব ভায়োলেন্সের শিকার হচ্ছেন। দেশটির কিছু এলাকায় শিয়াদের হত্যা ও গুম করা হচ্ছে।’

এই প্রতিবেদনে দাবি করা হয়েছে কিছু ধর্মীয় ও জাতিগত নেতাদের সঙ্গে রাষ্ট্র ভালো আচরণ করছে না। বিশেষত পশতুন, সিন্ধি ও বালুচ মানবাধিকারকর্মীরা নানান নীপিড়নের শিকার হচ্ছেন।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তানের সাংবাদিকরা প্রায়শই নীপিড়নের শিকার হন। বেশ কিছু সাংবাদিকের নাম উল্লেখ করে বলা হয়েছে, সরকার বিরোধী অবস্থানের কারণে হয় তাদের চাকরি গেছে নাহয় বিনা ওয়ারেন্টে তাদের গ্রেপ্তার করা হয়েছে।