চলতি বছর ভারত-পাকিস্তান যুদ্ধ হতে পারে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৬ ১৭:০৩:১৯
চলতি বছর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধতে পারে বলে যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর অনলাইন পোর্টালে এ খবর জানানো হয়েছে।
গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসে ‘অ্যানুয়াল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট ২০২১’ নামের একটি প্রতিবেদন জমা দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টিলিজেন্স (ডিএনআই)। ওই প্রতিবেদনে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা করা হয়েছে।
ডিএনআইর প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও রাশিয়ার ষড়যন্ত্রে এবং মার্কিন স্বার্থবিরোধী কর্মকাণ্ডের কারণে এমন যুদ্ধ বাধতে পারে।
গোয়েন্দা প্রতিবেদনে মার্কিন ন্যাশনাল ইন্টিলিজেন্সের পরিচালক আরভিল হাইনেস বলেছেন, নীতি নির্ধারক, সম্মুখযোদ্ধা এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কথা বলে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
শক্তি প্রয়োগের মতো বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সায় রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।