সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৭ ১১:২৫:০৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ফান্ডটির ইউনিট দর বেড়েছে ২০ দশমিক ৩৬ শতাংশ। ফান্ডটি সর্বমোট ৫ কোটি ৪৯ লাখ ১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩৯ লাখ ৭৫ হাজার ২৫০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দর বেড়েছে ১৮ দশমিক ১৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২২ কোটি ৭৬ লাখ ১৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৬৯ লাখ ৪ হাজার ৭৫০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফেডারেল ইন্স্যুরেন্সের বেড়েছে ১৫ দশমিক ২৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩০ কোটি ১৪ লাখ ৬৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৫৩ লাখ ৬৬ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১৪ দশমিক ১০ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ১৩ দশমিক ৭৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৩ দশমিক ৪২ শতাংশ, বিএফআইসির ১২ দশমিক ৯৪ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ১২ দশমিক ৫০ শতাংশ, ইজেনারেশনের ১২ শতাংশ ও আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১২ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১১:২৪/১৭/৪/২০২১