দর পতনের শীর্ষে রহিমা ফুড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৮ ১৪:২০:৫৬
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮৯৯ বারে ২ লাখ ৩০ হাজার ৬৫২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৪৫ বারে ১ লাখ ৪৯ হাজার৩৮৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মার্কেন্টোইল ব্যাংক-১ম মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৯ শতাংশ কমেছে। ফান্ডটি ৭২ বারে ১ লাখ ৪৬ হাজার ৭৭১টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- মীর আখতার হোসাইন লিডিটেডের ২ দশমিক ৮৩ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ২ দশমিক ৭৮ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ২ দশমিক ৭০ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ২ দশমিক ৭০ শতাংশ, খান ব্রাদার্সের ২ দশমিক ৭০ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ২ দশমিক ৬৬ শতাংশ ও জুট স্পীনার্সের ২ দশমিক ৫০ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৪:২০/১৮/৪/২০২১