যুক্তিসংগত বিষয়গুলোর কর হার কামানো হবে- এনবিআর চেয়ারম্যান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৮ ১৫:২৭:৪০


তৈরি পোশাকসহ বিভিন্ন উৎপাদিত বস্তুর উপর কর হার কমাতে বিভিন্ন সংগঠনগুলো এনবিআরকে প্রস্তাবনা দিয়েছে। এর মধ্যে যেসকল বিষয়গুলো যুক্তিসংগত সেগুলোর কর হার কমিয়ে আগামী বাজাটে প্রস্তাবনা তৈরি করবেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

রোববার (১৮ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর যৌথ উদ্যোগে ‘জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪১তম সভায়’ ভার্চ্যুয়ালিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রেভিনিউ কালেকশন আমাদের মূল লক্ষ্য। একইসঙ্গে অস্বচ্ছতা ও কর ফাঁকির জায়গাগুলো সংকুচিত করাতে এনবিআরের কার্যক্রম পরিচালনা করছে। আমরা বিজনেস ফ্রেন্ডলি রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন করতে চাই। যার মাধ্যমে সাপোর্ট করা হবে লোকাল ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেসিলিটেশন।

‘আমরা সবাই জানি কর হার হ্রাস করা হলে কর প্রধান সহজ হবে। আমরা এই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি। তবে দেশের ডেভেলপমেন্ট গ্রোথ রিলেটেড রেভিনিউ কালেকশন করতে হবে। আমরা কর বৃদ্ধির অংশ হিসেবে আইসিএবির সাথে পিবিএস নামক একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট করা হয়েছে যেটা সাহায্য করবে জবাদিহিতামূলক অডিট রিপোর্টে। এবং এটার মাধ্যমে একাদিক অডিট রিপোর্ট প্রনয়ণ ও অসাধু ব্যবসায়ীদের চিহিৃত করতে সাহায্য করবে।এর মাধ্যমে আমরা সঠিক আয়-ব্যায়ের হিসাব পাবো। যার ফলে কর্পোরেট কর ভবিষ্যতে কমিয়ে আনা যাবে।’

অভ্যন্তরীন সম্পদ বিভাগ ও চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা অটোমেশনের মাধ্যমে বিজনেসসহ অন্যান্য বিষয়ে সচ্ছতা আনতে কাজ করছি। আমাদের সকল কার্যক্রম এনবিআরের সক্ষমতা এবং করদাতাদের সাচ্ছতা এনে দিবে। আমরা উন্নত দেশ হতে যাচ্ছি সামনে আমরা হাই ভালুয়েড প্রডাক্ট ও হাই ভেলুএড নেটওয়ার্ক প্রডিউস করবো।’

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন। এছাড়া এফবিসিসিআই এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ মুনতাকিম আশরাফসহ অনেকে বক্তব্য রাখেন।