পাঁচদিন পর সচল ইএফটিএন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৪-১৮ ২২:০৬:২৯


বাংলাদেশ ব্যাংকের আইটি বিপর্যয়ে টানা প্রায় পাঁচদিন বন্ধ থাকার অপর অবশেষে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সচল হয়েছে। এর মধ্য দিয়ে গ্রাহকদের টানা পাঁচদিনের ভোগান্তির অবসান হলো। চেক ক্লিয়ারিং করতে পারায় ব্যাংকগুলোতে লেনদেনও স্বাভাবিক হয়েছে।

রবিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, রবিবার সকাল থেকে ১ লাখ ৪৬ হাজার চেক প্রসেসিং করা হয়েছে। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস কাজ করায় চেক ক্লিয়ারিং হচ্ছে। অপরদিকে ১৩ এপ্রিল থেকে বিইএফটিএন যে সমস্য ছিল সেটার সমাধান হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার সামাল দিতে সর্বাত্মক বিধি নিষেধের মধ্যে বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে ব্যাংক খোলা রয়েছে। তবে চেক ক্লিয়ারিং ও ইলেকট্রনিক মাধ্যমে অর্থ স্থানান্তরের সেবা বন্ধ থাকায় গত কয়েকদিন গ্রাহকদের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ করে যারা অনলাইন তহবিল স্থানান্তরের সেবা বেশি ব্যবহার করতেন তারা ১৩ এপ্রিল মঙ্গলবারের পর থেকে তা পারছিলেন না।

আরটিজিএস হলো রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, যা মূলতঃ একটি তহবিল স্থানান্তর ব্যবস্থা। যার মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক সময়ে তহবিল স্থানান্তর করা যায়। অন্যদিকে বিইএফটিএন হলো বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক। এর মাধ্যমে ব্যাংকগুলোর গ্রাহকরা অনলাইন মাধ্যমে নিজের একাউন্ট থেকে অন্য একাউন্টে কিংবা অন্য ব্যাংকের গ্রাহকের একাউন্টে বা কার্ডে টাকা লেনদেন করতে পারেন।

গত ১৩ এপ্রিল থেকে চেক ক্লিয়ারিং, আরটিজিএস ও বিইএফটিএন সেবা নিতে পারছিলেন না বাংলাদেশের গ্রাহকরা। ফাইবার অপটিক সমস্যার কারণে সার্ভারে যুক্ত হওয়া সম্ভব না হওয়ায় এসব সেবা বন্ধ ছিলো বলে জানিয়েছিলো বাংলাদেশ ব্যাংক।